জাঁকজমকপূর্ণ আয়োজন
কড়া নিরাপত্তায় নতুন বছর বরণ
নিজস্ব প্রতিবেদক: পুরানকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে প্রস্তুতি ছিলো রাজধানীসহ সারাদেশে। খ্রিস্টিয় ক্যালেন্ডারের পাতা উল্টে একটি এক বছরকে পেছনে ফেলে শুরু হলো নতুন বছর-২০১৮। রাশি রাশি প্রত্যাশা আর শুভ কামনায় নতুন বছরকে বরণ করতে ছিলো নানা আয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর বিধি নিষেধের বেড়াজালের মধ্যেই হোটেল-ক্লাব ও ঘরোয়া আয়োজনে ২০১৭ সালকে বিদায় জানিয়ে মানুষ বরণ করে নিয়েছে ২০১৮ সালকে। আনন্দ উপভোগ আর উদযাপনের মুহূর্তটুকু নিবিঘœ করতে হেলিকপ্টার টহলসহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় ছিলো রাজধানীর অভিজাত এলাকায়।
সম্ভাবনার নতুর বারতা নিয়ে শুরু হলো খ্রিস্ট নতুন বছর ২০১৮। নতুন বছরে, নতুন প্রত্যাশায় সারা বিশ্বের মত বাংলাদেশের মানুষও বরণ করে নিল খ্রিস্টিয় আরেকটি বছরকে।
ঘড়ির কাটা রাত ১২টা স্পর্শ করতেই নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীসহ সারাদেশে শুরু হয় নানা আয়োজন। চারপাশ আলোকিত হয় বর্ণিল আলোকচ্ছটায়। অভিজাত হোটেল-রেস্তোরা ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা আর বাসা বাড়ির ছাদেও ছিল নানা আয়োজন। ফানুস উড়াতে দেখা যায় বিভিন্ন স্থানে।
নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্তরে ঢল নামে তরুনদের। পরস্পরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশা সকলের।
এর আগে, রাজধানীর গুলশান দুই নম্বর চত্তরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। এসময় ইংরেজি বর্ষবরণের এই আনন্দকে নির্বিঘœ করতে রাজধানীতে হেলিকপ্টার থেকে সার্চলাইট দিয়ে নজরদারির কথাও জানান তারা। জানালেন, র্যাব ও ডিএমপি’র কমিশনার ভারপ্রাপ্ত ডিজি কর্নেল আনোয়ার লতিফ খান।
এছাড়া নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট। চলাচলে নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয় বেশ কিছু সড়ক।
সর্বোপরি, অস্থিরতা আর অবিশ্বাস পেছনে ফেলে সহনশীলতা ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হবে নতুন বছর, এমন প্রত্যাশা সকলের।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: বিপজ্জনক ও বিস্ফোরক হাইড্রোজেন গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে উড়ানো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। নানা উৎসবে শিশুদের হাতে হাতে...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাউকুল চাষ করে স্বাবলম্বী হয়েছে প্রায় ৮শ’ পরিবার। নিজের জমি কিংবা বর্গা জমিতে মৌসুমী এই ফলের চাষ...
নিজস্ব প্রতিবেদক: এবার ঢাকার আশপাশের নদী ও খাল দূষণমুক্ত ও নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি...
নিজস্ব প্রতিবেদক: বিক্রির পরিমাণ হিসেবে দেশে প্রতিদিনের কাগজের বাজার প্রায় চার হাজার মেট্রিক টনের। টাকার অংকে যার পরিমাণ প্রায় আটাশ কোটি...
নিজস্ব প্রতিবেদক: সরকারি চারটি কাগজ কারখানার তিনটি বন্ধ, মাত্র একটি সচল। তবে বেসরকারি খাতে নব্বইটির বেশি কাগজ কারখানা উৎপাদনে রয়েছে।...
নিজস্ব প্রতিবেদক: কাগজের উদ্ভাবন মানব সভ্যতা বিকাশের পথে একটি মাইলফলক ঘটনা। দু’শ খ্রিস্টাব্দেরও আগে এই আবিস্কারের কৃতিত্ব চীনের।...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *