জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
রাজনৈতিক মামলা : আসামীপক্ষ রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে : রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানীতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, এটি ফৌজদারি আইনের আবরণে একটি রাজনৈতিক মামলা। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে বলছেন, আসামীপক্ষ এই মামলাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এদিকে, দু’পক্ষের যুক্তিতর্ক শেষে বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আকতারুজ্জামান শুনানীর নতুন দিন ধার্য করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে বকশিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
কার্যদিবসের শুরুতেই নবমদিনের মতো খালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে এই মামলাকে প্রভাবিত করছেন। এরপর বেগম জিয়ার পক্ষে নিজের অসমাপ্ত বক্তব্য শেষ করেন এই আইনজীবী।
এরপর মধ্যাহ্ন বিরতি শেষে যুক্তিতর্ক তুলে ধরেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এই মামলা সংবিধান মেনে হচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্যামেরা ট্রায়ল করে বেগম জিয়াকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ।
এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করলেন, নতুন নতুন কথা বলে এই মামলার রাজনীতিকরণের চেষ্টা করছে আসামী পক্ষ।
পরে আগামী ১৬, ১৭ ও ১৮ তারিখ আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত।
এই বিভাগের আরো খবর
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাতাশ বছর আগে দুই ভাইয়ের ওপর এসিড ছুড়ে মারা ও চোখ তুলে ফেলার ঘটনার মামলায় ২ আসামিকে ১০ বছর...
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কেনোভাবেই বাংলাদেশের নাগরিক নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০...
ডেস্ক প্রতিবেদন: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সমালোচনা করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ...
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির তিনটি স্থানে একযোগে বোমা হামলার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *