কমছে না চালের দাম
নিজস্ব প্রতিবেদক: মজুদ কমে যাওয়ার খবরে মাস চারেক আগে চালের দাম সেই যে বেড়েছে তা আর কমছেই না। শুল্ক কমানো, বাজার তদারকিসহ সরকার নানা পদক্ষেপ নিলেও খুব একটা সুফল পাচ্ছে না মানুষ। খুচরা বিক্রেতারা বলছেন, মিল মালিকদের কারসাজির কারণে চালের বাজারের অস্থিরতা কাটছে না। এ অবস্থায় কম শুল্কে চাল আমদানি সুবিধার অপব্যবহার হচ্ছে কি-না তা খতিয়ে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের।
২০০৯ সালে যে চাল বিক্রি হতো ১৯ টাকা কেজি, নয় বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিবছর চালের দাম গড়ে দুই থেকে তিন টাকা হারে বেড়েছে। কিন্তু গতবছর সেপ্টেম্বর মাসে হঠাৎ চালের বাজারে অস্থিরতা শুরু হয়। মজুদ ঘাটতির অজুহাতে মিল মালিকরা রকম ভেদে চালের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়।
বাজারের লাগাম টানতে চাল আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু তার পরও বাজার অস্থির।
খুচরা ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত মজুদ থাকার পরও মিল মালিকদের কারণেই চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না।
আর মিল মালিকরা বলছেন, বন্যার কারণে আমনের ফলন কম হওয়ায় কমছে না চালের দাম।
বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক কমানোর যথাযথ ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখার কথা বললেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা।
টিসিবি’র হিসাব অনুযায়ী প্রতি বছর দেশে চালের চাহিদা থাকে প্রায় সাড়ে ৩ কোটি মেট্রিক টন। যার বিপরীতে উৎপাদন চাহিদা মিটিয়েও উদ্বৃত থাকে ২ থেকে ৩ লাখ মেট্রিক টন।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববার- ১৭ ফেব্রুয়ারি ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে...
নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে হঠাৎ করেই গ্যাস নেই সাভার থেকে রাজধানীর আজিমপুর পর্যন্ত এলাকায়। এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইন ফাটল ধরা পড়ায় আশুলিয়া, সাভার, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও জিগাতলা এলাকায় গ্যাস সরবরাহ...
নিজস্ব প্রতিবেদক : অগ্নিকান্ডের প্রেক্ষিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাসেবা সাময়িক বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে।...
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী ৩৩ শতাংশ যাত্রীবাহী বাসের ফিটনেস সার্টিফিকেট নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় শহরের নতুন...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *