সাংবাদিকতার সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োজনে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য করা হয়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানালেন, প্রয়োজনে এই আইনে পরিবর্তন আনা হবে। সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে, উচ্চ আদালতে অনিয়মের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
ডিজিটাল আইনের ৩২ ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, এই আইন সাংবাদিকতার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তবে এই আইনের ফলে সাংবাদিকরা পেশাগত কাজে বাধার মুখোমুখি হলে প্রয়োজনে আইনে উপধারা যোগ করা হবে।
উচ্চ আদালতে অনিয়মের যে অভিযোগ সম্প্রতি অ্যাটর্নি জেনারেল করেছেন, সে ব্যাপারে আইনমন্ত্রী বলেন, বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন। তাই প্রধান বিচারপতিকে তদন্ত করে এব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা প্রসঙ্গে তিনি বলেন, এই মামলার পেছনে সরকারের হাত রয়েছে বলে বিএনপি মিথ্যাচার করছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা এই মামলায় সরকারের কোনো হাত নেই।
অতীতের যে কোনো সময়ের চেয়ে আদালত এখন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানীর পরবর্তী তারিখ...
পিরোজপুর প্রতিনিধি: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে...
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সড়ক-মহাসড়কে বিপজ্জনক অবস্থায় থাকা বৈদ্যুতিক খুঁটিসহ সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে...
নিজস্ব প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির সাত প্রার্থী মামলা করেছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ধানের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া, ৪ লাখ ২...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *