যৌন সহিংসতা রোধে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান বাংলাদেশের
কূটনৈতিক প্রতিবেদক: সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা পরিষদকেই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
তিনি বলেছেন, ‘সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা প্রতিরোধে যদি সংশ্লিষ্ট দেশ এগিয়ে না আসে তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেই দায়িত্ব নিতে হবে।’
সোমবার নিরাপত্তা পরিষদে ‘নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও ন্যায়বিচার পাওয়ার মাধ্যমে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক এক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে আন্তর্জাতক সম্প্রদায়ের প্রতি তিনি এ আহ্বান জানান।
চলতি এপ্রিল মাসের নিরাপত্তা পরিষদের সভাপতি পেরু এই উন্মুক্ত বিতর্কের আয়োজন করে। অনুষ্ঠানটিতে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশসহ প্রায় ৭০টি দেশের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
‘সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা’ বিষয়ক এ আলোচনায় আরো বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এনজিও ওয়ার্কিং গ্রুপের পক্ষে রোহিঙ্গা প্রতিনিধি রাজিয়া সুলতানা।
সুলতানা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নারী ও মেয়েদের চ্যালেঞ্জ এবং সুরক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি তার বক্তব্যে তুলে ধরেন।
আলোচনায় রোহিঙ্গা প্রতিনিধি রাজিয়া সুলতানাকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা ২০১৭ সালের অক্টোবর মাসে ‘নারী শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশে নিয়ে এই পরিষদে রোহিঙ্গা নারী ও মেয়েদের কথা বলার সুযোগ দানের বিষয়টি তুলে ধরেছিলাম। আজ আবারো একথা বলার সুযোগ করে দেয়ার জন্য আমি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনকে ধন্যবাদ জানাই।’
তিনি তার বক্তব্যে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী যৌন সহিংসতার শিকার বাস্তুচ্যুত রোহিঙ্গা নারীদের যাদের একটি বড় অংশ গর্ভবতী তাদের কথা এবং প্রজনন স্বাস্থ্যসহ অনান্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের কথা উল্লেখ করেন।
বাংলাদেশের প্রতিনিধি বলেন, অতিরিক্ত সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হলে এ জাতীয় ঘৃণিত ঘটনা বন্ধ হবে না। মর্যাদাসহ নিরাপদে ও নিরাপত্তার সাথে নিজ ভূমিতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন কোনো আশার আলো দেখবে না।
সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতার উপর মহাসচিবের প্রতিবেদনের সুপারিশমালাকে ভিত্তি ধরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী ‘সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা’র বিষয়ে সুদৃঢ় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রতিনিধি।
এই বিভাগের আরো খবর
ডেস্ক প্রতিবেদন: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সমালোচনা করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন...
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রকৌশলী ফাদি-আল-বাতশের হত্যার সাথে জড়িত দুই সন্দেহভাজনের মধ্যে একজনের ছবি প্রকাশ করেছে মালয়েশিয়ান পুলিশ।...
আন্তর্জাতিক ডেস্ক: কিশোরীকে ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভারতীয় আদালত। আজ বুধবার...
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর ভ্যান চালিয়ে দিয়ে হামলার ঘটনায় আটক সন্দেহভাজন তরুণ অ্যালেক মিনাসিয়ান সাবেক ছাত্র...
ডেস্ক প্রতিবেদন: ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রাচীন শহর তাব্রিজকে আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের জন্য ইসলামিক পর্যটন...
আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণ মামলার রায়ে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করেছেন ভারতের একটি আদালত। ধর্মগুরুর বিরুদ্ধে ২০১৩...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *