চট্টগ্রামে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ, ব্যবস্থা গ্রহণের সুপারিশ
চট্টগ্রাম প্রতিনিধি: চিকিৎসকের অবহেলা, গাফিলতি এবং আন্তরিকতার অভাবেই চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শিশু রাইফার মৃত্যু হয়েছে বলেও সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। শুক্রবার সকালে, চট্টগ্রাম প্রেস ক্লাবে তদন্ত কমিটির সদস্য সাংবাদিক সবুর শুভর উপস্থিতিতে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, অদক্ষ নার্স ও অনভিজ্ঞ চিকিৎসক নিয়োগের কারণে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল। অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ চারদফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে, রাইফা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবারও সাংবাদিকদের প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম।
চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সুষ্পষ্টভাবেই অভিযুক্ত হয়েছেন হাসপাতালটির চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রতিবেদন পড়ে শোনানোর আগে শিশু রাইফার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান সাংবাদিক নেতারা।
তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ’র উপস্থিতিতে প্রতিবেদন পড়ে শোনান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাস। প্রতিবেদনে উঠে আসে, চিকিৎসকের অবহেলা, গাফিলতি এবং আন্তরিকতার অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু রাইফা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শিশু রাইফা যখন মুমুর্ষ অবস্থায় ছিলো তখন ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের অবহেলা ছিলো চরমে। বিপদকালীন সময় আন্তরিকতার সাথে সেবা প্রদান করা হয়নি।
শিশু রাইফার জরুরি বিভাগে ভর্তি হওয়া থেকে শুরু করে শেষ চিকিৎসা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে অভিভাবকদের ভোগান্তি ছিলেঅ চরমে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অদক্ষ নার্স ও অনভিজ্ঞ চিকিৎসক নিয়োগের কারনে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল। অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ চারটি সুপারিশ করা হয়েছে সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
এদিকে, চিকিৎসক ও ম্যাক্স হাসপাতালের এমন অবহেলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, অভিযুক্ত চিকিৎসকের সনদ বাতিল ও হাসপাতালের বিরুদ্ধে অতিদ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানা।
একই সাথে সাংবাদিকদের হুমকি দেয়া চট্টগ্রাম বিএমএ নেতা ডাক্তার ফয়সাল ইকবালের সনদ বাতিলের দাবিও জানান সাংবাদিকরা।
এই বিভাগের আরো খবর
রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়, কৃত্রিম হ্রদ, ঝর্ণা আর নদীর জেলা রাঙ্গামাটি। নয়নাভিরাম এই পর্যটন শহরে নতুন বছরের শুরুতেই বেড়েছে...
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন আখতার বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত...
ডেস্ক প্রতিবেদন : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে মাত্র দুইদিনের ব্যবধানে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক নারী যাত্রী...
ডেস্ক প্রতিবেদন : বাগেরহাটে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আখতার বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে...
ডেস্ক প্রতিবেদন : নাটোরের দত্তপাড়া এলাকায় বড়হরিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান আলীকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।...
খুলনা প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকালে নগরীর...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *