চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি : চিকিসৎকদের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকায় ম্যাক্স, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন আর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসাপাতালে একযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্বে দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানও উপস্থিত ছিলেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ম্যাক্স হাসপাতালের প্যাথলজি বিভাগে নানা অসংগতি ধরা পড়েছে। এসব অসঙ্গতির কারণে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে দ্রুত এসব অসঙ্গতি ঠিক না করলে হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
এসময় ঔষধ অধিদপ্তরের কর্মকর্তা গুলশান জাহান জানান, হাসপাতালের ফার্মেসির সনদের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত নবায়ন হয়নি। সেখানে দায়িত্বরত ফার্মাসিষ্টের সনদ নেই বলেও জানান তিনি।
এদিকে, চিকিৎসায় অবহেলা ও গাফিলতির দায়ে অভিযুক্ত ম্যাক্স হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
অন্যদিকে, চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববার- ১৭ ফেব্রুয়ারি ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে...
নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা ছাড়া সকাল থেকে হঠাৎ করেই গ্যাস নেই সাভার থেকে রাজধানীর আজিমপুর পর্যন্ত এলাকায়। এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ...
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইন ফাটল ধরা পড়ায় আশুলিয়া, সাভার, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও জিগাতলা এলাকায় গ্যাস সরবরাহ...
নিজস্ব প্রতিবেদক : অগ্নিকান্ডের প্রেক্ষিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাসেবা সাময়িক বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে।...
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী ৩৩ শতাংশ যাত্রীবাহী বাসের ফিটনেস সার্টিফিকেট নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় শহরের নতুন...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *