চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী আজ
নড়াইল প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। তাঁর স্মৃতি বিজড়িত সুলতান পল্লীতে নানা আয়োজনে দিনটি পালন করছেন ভক্তরা। এদিকে, শিল্পীর স্মৃতি সংগ্রহশালা দেখতে প্রতিদিনই ভিড় জমান দেশ-বিদেশের দর্শনার্থীরা। জেলা প্রশাসন জানিয়েছে, এস এম সুলতানের স্মৃতি রক্ষায় নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।
মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান। তাঁর ছবিতে প্রাধান্য পেয়েছে গ্রামীণ জীবন ও কৃষি সভ্যতা। গ্রামের মহিমা ফুটিয়ে তুলে তিনি পেশী বহুল শক্ত সামর্থ্যবান কৃষককে এর রূপকার হিসেবে দেখিয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক। লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব এচিভমেন্টসহ দেশি-বিদেশি নানা সম্মানে ভূষিত হয়েছেন এস এম সুলতান।
১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ও সমাধিস্থলকে ঘিরে নির্মাণ করা হয় সুলতান স্মৃতিসংগ্রহশালা। যা দেখার জন্য প্রতিনিয়তই ভিড় করেন দর্শনার্থীরা।
শিশুদের প্রকৃতির মাঝে রেখে বিনোদনের মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর প্রয়াস ছিল সুলতানের। এ জন্য তিনি শিশুস্বর্গ নামের একটি নৌকা নিয়ে চিত্রা নদীতে শিশুদের নিয়ে ঘুরে বেড়াতেন আর ছবি আঁকতেন। কিন্তু সেই শিশুস্বর্গ আজ অযতœ আর অবহেলায় নষ্ট হবার পথে।
তবে এস এম সুলতানের স্মৃতি রক্ষায় নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে নড়াইল জেলা প্রশাসন।
এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: অভাব নয়, অতিলোভে মানুষ দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার সকালে,...
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লীর তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী’র...
ডেস্ক প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে যানজটের শহর এখন ঢাকা। এর পরেই রয়েছে ভারতের কলকাতা শহর। তৃতীয় অবস্থানে রয়েছে নয়াদিল্লি। অনলাইনভিত্তিক...
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজ্যটির সীমান্তবর্তী...
নিজস্ব প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়া হতাশাজনক। নির্বাচন কমিশন...
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমা লঘুচাপের প্রভাবে রোববার- ১৭ ফেব্রুয়ারি ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *