বর্জ্য ও রাসায়নিকে বিষাক্ত হাজারীবাগের মাটি
নিজস্ব প্রতিবেদক: ট্যানারির বর্জ্য ও রাসায়নিক মিশে রাজধানীর হাজারীবাগের মাটি বিষাক্ত হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণায় উঠে আসে এমন তথ্য ।
সম্প্রতি হাজারীবাগের মাটি ও পানি নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরুণ শিক্ষক রাব্বি হোসেন। এই গবেষণায় হাজারীবাগের মাটিতে বিষাক্ত ক্রোমিয়ামের পরিমাণ পাওয়া গেছে স্বাভাবিকের চেয়ে শত শতগুণ বেশি। যা পানিসহ বিভিন্ন উপাদানের সাথে মিশে মানুষের শরীরে প্রবেশ করছে।
এদিকে, ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকা নির্বাহের তাগিদে ট্যানারিতে কাজ করেন সেখানকার শ্রমিকরা। ট্যানারির বর্জ্য ও রাসায়নিকের কারণে নানা রোগ বাসা বাঁধছে শ্রমিকদের শরীরেও। চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শ্রমিকরা।
ঢাকার হাজারীবাগে ট্যানারি বা চামড়া শিল্পের যাত্রা শুরু হয় ১৯৫৪ সালে। ছয় দশকেরও বেশি সময় ধরে এখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে। ৩০ বছর ধরে ট্যানারিতে কাজ করেন বেলাল হোসেন নামের এক শ্রমিক। তিনি ভোগছেন নানা রোগে। তার মতো ট্যানারি শিল্পের অনেক শ্রমিকের শরীরেই বাসা বেঁধেছে নানান জটিল রোগ।
বিশেষজ্ঞদের মতে, শরীরে অতিমাত্রায় ক্রোমিয়াম প্রবেশ করলে চর্মরোগ, কিডনি রোগ, ক্যান্সার, নিউমোনিয়া, অ্যাজমা, আলসার, কাশিসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। শিশু স্বাস্থ্যের জন্য এই রাসায়ানিক পদার্থ আরও বেশি ঝুঁকিপূর্ণ।
বিষাক্ত এই পদার্থ যতই মাটির গভীরে যাবে স্বাস্থ্য ঝুঁকি ততই বাড়বে বলেও মনে করেন তিনি।
পরিবেশের ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে বলে জানান পরিবেশবিদরা।
এখানকার মাটিকে বিষমুক্ত করতে বিশেষ এক ধরনের গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন পরিবেশ বিশেষজ্ঞরা।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...
নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্টরুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি...
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক একুশে পদক-২০১৯ পেয়েছেন। বুধবার...
নিজস্ব প্রতিবেদক: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারাদেশ। এজন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রঙিন বর্ণমালা আর...
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নদী বাঁচাতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের প্রথম ধাপের শেষ দিনে রাজধানীর বছিলা এলাকার তুরাগ নদের পাড়ে উচ্ছেদ অভিযান...
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে ৫ প্রার্থীর মধ্যে ৪ জন ব্যবসায়ী। স্নাতক বা তাঁর বেশি পড়াশোনা করা প্রার্থীর সংখ্যা...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *