বাজারে বেড়েছে রসুন ও আদার ঝাঁঝ
নিজস্ব প্রতিবেদক: কোরবানির আগেই বেড়েছে রসুন ও আদার ঝাঁঝ। খুচরা বাজারে গেলো সপ্তাহের চেয়ে রসুন কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। আর পেঁয়াজের দামও বেড়েছে ৫ টাকা কেজি। এদিকে, বাড়তে শুরু করেছে মশলার দাম। ঈদের আগে আরো বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মাছ আর সবজি বাজারের আগেই মতই চড়া। তাই ক্রেতাদের এসব নিয়ে অভিযোগের অন্ত নেই।
গত সপ্তাহেও দেশি রসুন বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি। আর আমদানি করা রসুনের দাম ছিল ৫৫ টাকা কেজি। আজ সেই দেশি রসুনই বিক্রি হচ্ছে ৫০ টাকা, বিদেশি রুসুনের দাম ৬০-৬২ টাকা। অন্যদিকে, আদার দামও বেড়েছে কেজিপ্রতি অন্তত ১০ টাকা। খুচরা বাজারে শ্রীলঙ্কান আদা ৯০ এবং চায়না আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। তবে, দেশি এবং আমদানিকৃত পেঁয়াজের দামও কেজিপ্রতি বেড়েছে ৩ থেকে ৫ টাকা।
মশলার বাজারে ধনে ১৩০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে, জিরার দাম ২০ টাকা বেড়ে ৪০০, লবঙ্গ কেজিতে ২০০ টাকা বেড়ে ১ হাজার ৩০০, দারুচিনি ২০ টাকা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এলাচির দাম ৪০০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ৮’শ টাকা দরে।
এদিকে, বাজারে আসতে শুরু করেছে মৌসুমী সবজি, যদিও দাম একটু চড়া। খুচরা বাজারে পটল ৪০টাকা, ঢেড়শ ৫০টাকা, ঝিঙ্গে ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, কাকরোল ৪৫ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করল্লা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ফুলকপি প্রটি ৩০ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থিতিশীল আছে চাল, ডাল, তেল, আটা, লবনসহ নিত্যপন্যেও দাম। তবে, মাছের বাজারে ইলিশের দাম সামান্য কমলেও দেশীয় এবং সামুদ্রিক মাছের দাম আগের মতোই চড়া।
কোরবানির ঈদকে সামনে রেখে মাংসের বাজারে ক্রেতা সমাগম কিছুটা কমেছে। ফলে মাংসের বাজার আগের মতোই রয়েছে।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিনিয়োগে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দু’টি বড় কোম্পানি লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল এবং...
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সময় পর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য আবারো উন্মুক্ত হতে যাচ্ছে। আবুধাবিতে দেশটির...
নিজস্ব প্রতিবেদক : অনুমোদন পেল আরো তিনটি ব্যাংক। এগুলো হচ্ছে বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক। রোববার রাতে কেন্দ্রীয়...
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সাথে সব ব্যাংকের...
নিজস্ব প্রতিবেদক: এ সপ্তাহে বাজারে চাল ও সবধরনের মুদিপণ্যের দাম স্থিতিশীল থাকলেও সবজি এবং মাছের দাম বেড়েছে। বিশেষ করে নতুন করে বাজারে আসা...
ভৈরব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের চালের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেড়েছে দাম। পাইকারী বাজারে কেজিতে ১ থেকে ২ টাকা বাড়লেও খুচরা...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *