পুষ্টিগুণ সমৃদ্ধ কাঠবাদাম কিভাবে খাবেন?
ডেস্ক প্রতিবেদন: কাঠবাদাম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার-এ বিষয়ে কোন সংশয় না থাকলেও, কীভাবে তা খাওয়া উচিত এই নিয়ে নানান ভুল ধারণা প্রচলিত আছে।
একটি পুষ্টিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ‘দা নিউট্রিশন রিসার্স আমন্ড বোর্ড অব ক্যালিফর্নিয়া’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডা. স্বতী কলঙ্কার কাঠবাদামের উপকার খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানান।
যে কারণে প্রতিদিন কাঠবাদাম খাবেন:
কাঠবাদাম পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার যা শরীরে নানান কাজে লাগে। এটা হৃদপিণ্ডের জন্য ভালো। কারণ এটা সার্বিক কোলেস্টেরলের ‘লো-ডেনসিটি লিপোপ্রোটিন’ কমাতে সাহায্য করে। যা কোলেস্টেরলের খারাপ অংশ। এছাড়া ভালো কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এটা ডায়াবেটিস সৃষ্টিকারী হিমোগ্লবিন ‘এ ওয়ান সি’ কমায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ওজন নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যকর খাবার তালিকায় কাঠবাদাম খুব ভালো। কারণ এটা পেট ভরপুর রাখতে সাহায্য করে।
প্রশ্ন হলো কাঠবাদাম খোসা-সহ নাকি ছাড়া খাবেন?
কাঠবাদাম অবশ্যই খোসা-সহ খেতে হবে। কারণ এতে আছে বহুমুখী গুণাগুণ। এটা পলিফেনলের ভালো উৎস এবং প্রাকৃতিক আঁশ সমৃদ্ধ।
রেফ্রিজারেইটরে রাখলে কি এর পুষ্টিগুণ নষ্ট হয়?
রেফ্রিজারেইটরে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বরং এটা কাঠবাদামের স্থায়ীত্ব বাড়ায়।
ভাজা কাঠবাদামও কি স্বাস্থ্যকর?
কাঠবাদাম ভাজা হলে তা কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। ভাজার ফলে বাদামের পানির উপস্থিতি কমে যায়। তাই কাঠবাদামের পুষ্টি উপাদান জমাট বাঁধা অবস্থায় থাকে। তাই যেভাবেই খাওয়া হোক না কেন, প্রতিদিন একমুঠ বা কয়েকটা কাঠবাদাম খাওয়া শরীরের জন্য ভালো।
এই বিভাগের আরো খবর
অনলাইন ডেস্ক: করল্লা তেতো হলেও অনেকের প্রিয় সবজি। ভর্তা, ভাজি আর তরকারিতে করল্লার কদর অনেক। মানব স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণও কম...
অনলাইন ডেস্ক: দামে সস্তায় এবং সচারাচর সারাবছর পাওয়া যায় এমন মাছের মধ্যে তেলাপিয়া অন্যতম। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে...
ডেস্ক প্রতিবেদন: অফিসে কাজের চাপে চেয়ার ছেড়ে ওঠার সময়ই পায় না তৃণা। সারাক্ষণ ঘাড় গুঁজে কাজ করতে করতে এক সময় কোমরে অসহ্য ব্যাথা শুরু হল।...
অনলাইন ডেস্ক: ক্যাপসিকাম বা সুইট বেল পেপার, উদ্ভিদের সোলানাসিয়াই গোত্রের অন্তর্ভুক্ত যার মধ্যে লঙ্কা, গোলমরিচ ইত্যাদি রয়েছে। এগুলি নানান...
অনলাইন ডেস্ক: ওজন বেড়ে যাওয়া ঠেকাতে ঠান্ডা পানীয় বাদ দিয়েছেন বটে, তবে প্রাণে ধরে ছেড়ে দিতেও পারেননি। বরং ঠান্ডা পানীয়ের জায়গায় বেছে নিয়েছেন...
অনলাইন ডেস্ক: ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *