পঞ্চাশ ঊর্ধ্ব মানুষের প্রয়োজনীয় ব্যায়াম!
ডেস্ক প্রতিবেদন: যাদের বয়স ৫০ বছরের বেশি, তাদের জন্য রয়েছে কিছু প্রয়োজনীয় ব্যায়াম। যা, শরীর ও মনে প্রশান্তি আনে।
মাউন্টেন ক্লাইম্বার
ছোট থেকে বুড়ো সবার জন্য প্রযোজ্য। খুবই কাজের। পুশ-আপ যেভাবে দিতে হয়, সেই অবস্থায় যেতে হবে। এর পর দুই হাত ও এক পায়ে ভারসাম্য রেখে অন্য পা হাঁটু ভাঁজ করে দেহের মাঝ বরাবর আনুন। পা কিন্তু মেঝেতেই থাকবে। ঊরু প্রায় পেটে পেটে লেগে থাকবে। ভাঁজ করা পা আবারও আগের অবস্থানে নিয়ে যান। একইভাবে অন্য পা আনুন।
বেয়ার ক্রল
ভালুক যেভাবে চার পায়ে হাঁটে, সেভাবেই এগোতে হবে আপনাকে। দুই হাতের সঙ্গে পায়ের সমন্বয় ঘটাতে হবে। এটা সহজাতভাবেই হয়ে যাবে। তবে দুই পায়ের পাতায় ভর দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন। মনোযোগের সঙ্গে দেহের ডান পাশ এগিয়ে রাখবেন। ডান হাতের সঙ্গে ডান পায়ের সমন্বয় করুন। ডান অংশ যতটুকু এগোল, ততটুকুই এগিয়ে নিন সামনের অংশ।
প্লাংক
পুশ-আপ পজিশনে চলে যান। পায়ের পাতায় ভর দেবেন। কনুই থেকে হাতের তালু পর্যন্ত মেঝেতে সমানভাবে ফেলে রাখুন। এ অবস্থায় চার হাত-পায়ে ভর দিয়ে স্থির থাকবেন যত সময় পারেন। দেহের পেছনের ওজন বইবে দুই পা, আর সামনের অংশের দায়িত্ব নেবে দুই কনুই। শিরদাঁড়া সোজা অবস্থায় থাকবে। অন্তত ১৫-৩০ সেকেন্ড একই অবস্থায় থাকার চেষ্টা করবেন।
সিঁড়ি বেয়ে ওঠা
যেকোনো ভবনে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করুন। এটা পাসহ গোটা দেহের জন্যে খুবই কাজের ব্যায়াম। হৃদযন্ত্রও সুস্থ থাকে। কিছু দূর ওঠার পর হাঁপিয়ে যেতে পারেন।
এই বিভাগের আরো খবর
অনলাইন ডেস্ক: করল্লা তেতো হলেও অনেকের প্রিয় সবজি। ভর্তা, ভাজি আর তরকারিতে করল্লার কদর অনেক। মানব স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণও কম...
অনলাইন ডেস্ক: দামে সস্তায় এবং সচারাচর সারাবছর পাওয়া যায় এমন মাছের মধ্যে তেলাপিয়া অন্যতম। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে...
ডেস্ক প্রতিবেদন: অফিসে কাজের চাপে চেয়ার ছেড়ে ওঠার সময়ই পায় না তৃণা। সারাক্ষণ ঘাড় গুঁজে কাজ করতে করতে এক সময় কোমরে অসহ্য ব্যাথা শুরু হল।...
অনলাইন ডেস্ক: ক্যাপসিকাম বা সুইট বেল পেপার, উদ্ভিদের সোলানাসিয়াই গোত্রের অন্তর্ভুক্ত যার মধ্যে লঙ্কা, গোলমরিচ ইত্যাদি রয়েছে। এগুলি নানান...
অনলাইন ডেস্ক: ওজন বেড়ে যাওয়া ঠেকাতে ঠান্ডা পানীয় বাদ দিয়েছেন বটে, তবে প্রাণে ধরে ছেড়ে দিতেও পারেননি। বরং ঠান্ডা পানীয়ের জায়গায় বেছে নিয়েছেন...
অনলাইন ডেস্ক: ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *