বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানীরা অনেক দিন ধরেই সচেষ্ট ছিলেন অদৃশ্য হওয়ার একটা উপায় বের করতে। আলোর কারসাজি ঘটিয়ে কী ভাবে কোনও কিছুকে অদৃশ্য করে ফেলা যায়, তাই নিয়ে চলছিল দীর্ঘ গবেষণা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেই কাজে অনেক দূর এগিয়েছেন কানাডাবাসী বিজ্ঞানী হোসে আজানা ও তাঁর গবেষক দল।
আজানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা কোনও বস্তুকে দেখতে পাই তার গায়ে আলোর প্রতিফলন থেকেই। তাঁদের গবেষণায় তাঁরা এই কাজটাই করতে চেয়েছেন, যাতে আলো কোনও বস্তু থেকে প্রতিফলিত হয়ে ফিরে না এসে তা ভেদ করে চলে যায়। তেমন কোনও আচ্ছাদন তাঁরা তৈরি করতে চাইছেন, যা কোনও ত্রিমাত্রিক বস্তুর উপরে চাপা দিলে তাঁদের উদ্দেশ্য পূরণ হয়। আজানার মতে, কোনও সবুজ রংয়ের বস্তুকে অদৃশ্য করতে হলে সেই আচ্ছাদন আলোকে প্রথমে নীল রংয়ে পরিণত করবে, যাতে তা বস্তুকে ভেদ করে চলে যায়। তার পরে তা আবার সবুজে পরিণত হবে।
এই পদ্ধতিতে ফাইবার অপটিক লাইন দিয়ে ডেটা ট্রান্সমিশনও সহজতর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। গবেষক দলের সদস্য লুইস রোমেরো কোর্টেস জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য আলোকে বস্তুর মধ্য দিয়ে চালনা করানো। এই কাজে তাঁরা প্রায় সাফল্যের সামনে।
তা হলে সেই দিন আসতে বেশি দেরি নেই, যখন যে কেউ অদৃশ্য হওয়ার আলখালা পরে বিভিন্ন গোলমাল ঘটাবে। তার দায় অবশ্য বিজ্ঞানের নয়।
গোপালগঞ্জ প্রতিনিধি: পরিকল্পিত...
বিস্তারিতনারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশীয়...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন