জন্মদিনে গুগল ডুডলে তারেক মাসুদ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অকালপ্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন তার প্রতি সম্মান জানাতে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে। এই প্রথম একজন বাংলাদেশির সম্মানে বিশেষ ডুডল তৈরি করা হলো, যা সারাবিশ্বের গুগল ব্যবহারকারীরা দেখতে পারবে। আজ বৃহস্পতিবার চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিনে গুগলের ডুডলের হাতে একটি ময়না পাখির স্ক্যাচ রাখা হয়েছে। তারেক মাসুদের বিখ্যাত ছবি ‘মাটির ময়না’ থেকে ধারণা নিয়ে ডুডলটি প্রকাশ করেছে গুগল। গুগল ওয়েবসাইটের হোমপেজে দেওয়া গুগলের সাময়িক লোগোকে গুগল ডুডল বলা হয়। বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে এ ডুডল বানানো হয়।
গুগল লিখেছে, তারেক মাসুদ প্রথম বাংলাদেশি নির্মাতা যিনি অস্কারে অংশ নেন এবং কান চলচ্চিত্র উৎসবেও সম্মানিত হন। নিজ দেশের স্বাধীনধারার চলচ্চিত্র আন্দোলনে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এদিকে তারেক মাসুদের জন্মদিনে এ চলচ্চিত্র নির্মাতার সাক্ষাৎকারধর্মী বই ‘চলচ্চিত্রকথা’ প্রকাশ করবে প্রকাশনী সংস্থা কথা প্রকাশ।
তারেক মাসুদ ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি (১৯৮৫) এবং সবশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
তার চলচ্চিত্রগুলোর মধ্যে রানওয়ে, আ কাইন্ড অফ চাইল্ডহুড, মাটির ময়না, নারীর কথা, মুক্তির কথা, ইন দ্য নেইম অব সেফটি, ভয়েসেস অফ চিলড্রেন, মুক্তির গান, ইউনিসন, সে, আদম সুরত, অন্তর্যাত্রা অন্যতম।
চলচ্চিত্রে সুদিন ফেরাতে আজীবন লড়াই করেছেন এ মানুষটি। সংগ্রামী ও পরিশ্রমী এ চলচ্চিত্র নির্মাতা বেঁচে থাকবেন তার কর্মে। তার কালজয়ী সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে। তারেক মাসুদের জন্ম ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর, ফরিদপুর জেলার নুরপুর গ্রামে। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান।
এই বিভাগের আরো খবর
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ থেকে ১৫শ’র বেশি পর্ন ও অনলাইনে জুয়া (বেটিং) খেলার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বে অন্যতম বড় তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের ত্র“টি ধরিয়ে দেওয়ায় কিশোরকে পুরস্কৃত করা হল। বিবিসির...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপের মাধ্যমে সৌদি নারীদের গতিবিধি নিয়ন্ত্রণ ও তাদের ট্র্যাক করার অভিযোগ উঠেছে। এই অ্যাপটি সরকারী সংস্থাগুলোকে...
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার রোবোট আঁকবে আপনার ছবি। নির্মাতারা জানিয়েছেন, সামনে দাঁড়ালেই পেন্সিল হাতে আপনার মুখের ছবি আঁকতে পারবে আইডা...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার জার্মানিতে ফেসবুকের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। মূলত হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামথকে শুরু করে...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্প্যাম মেইল থেকে মুক্তি পেতে বেশ কিছু পদক্ষেপই নিয়েছে টেক জায়ান্ট গুগল। এরপরও মুক্তি মিলছিল না এটা থেকে। এবার তাই...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *