ঢাকা বিভাগে আ’লীগ ও বিএনপির আধিপত্য সমান
নিজস্ব প্রতিবেদক: গেল নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে পর্দা উঠেছে দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন মঞ্চের। বিজয়ের এই মাসের ত্রিশ তারিখ ভোট। নির্বাচনের তারিখ ঘোষণার পর মাঠ পর্যায়ে ভোট উৎসবের প্রস্তুতি কতটা পাল্টে গেছে তা জানতে একমাসের ব্যবধানে দেশের সাত বিভাগের জেলাগুলোতে আবারও ঘুরেছেন বৈশাখী টেলিভিশনের প্রতিবেদকরা। ঢাকা বিভাগের ওপর প্রতিবেদন।
রাজধানী ঢাকাসহ শিল্পশহর নারায়ণগঞ্জ, শিক্ষার নগরী মংয়মনসিংহ আর বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জসহ বৃহত্তর ঢাকা বিভাগ। ১৭ জেলার এই বিভাগে কিছু আসন আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত। বাকি আসনগুলোতে সমানে সমান দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তবে রাজনীতিতে জোট সংস্কৃতির ফলে উত্তর জনপদে শক্তিশালী জাতীয় পার্টিও ভাগ বসিয়েছে ঢাকা বিভাগের কয়েকটি আসনে।
১৯৯১ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয়টি নির্বাচনের চারটিতে বৃহত্তর ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও গাজীপুর এলাকার সংসদীয় আসনগুলো আওয়ামী লীগের দখলেই ছিলো বেশির ভাগ সময়। আর নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ছিলো বিএনপির দখলে। এবং বড় তিন জেলা ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি প্রায় সমানে সমানে আসনে জয়ী হয়েছে। এবারও দুই দলের লড়াই জমবে আসনগুলো নিজেদের দখলে নেবার।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৯৪টি সংসদীয় আসনে এবার ভোটার তিন কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ২০ জন। যার মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৪১৯ জন নারী ও ১ কোটি ৭১ লাখ ৩৮ হাজার ৬০১ জন পুরুষ।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, এই বিভাগের ভোটাররা ধ্বংসাত্মক নয় , সুষ্ঠু জনকল্যাণমূখী রাজনীতি চায়।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক : সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ মার্চ। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে একথা জানান ইসি সচিব...
গাইবান্ধা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃতফসিল অনুযায়ী শুক্রবার প্রার্থীদের...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলে আখ্যায়িত করেছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। তারা বলছেন, এমন...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: একাদশ জাতীয় নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে...
নিজস্ব প্রতিবেদক: জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও মহাজোটের শরিক দলগুলোর কোনও...
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদে নির্বাচিত দুশো আটানব্বই জন সদস্যের মধ্যে ৫২ জন প্রথমবারের মতো আইন প্রণেতা হিসেবে সংসদে যাবেন। এর...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *