হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি, খরচ বাড়ল
নিজস্ব প্রতিবেদন : এবছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি। এর মধ্যে সরকারিভাবে যাওয়ার সুযোগ পাবেন ৭ হাজার ১৯৮ এবং বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ-২০১৯ এর অনুমোদন দেয়া হয়। এদিকে, বিমান ভাড়া দশ হাজার টাকার বেশী কমালেও এবছর বেড়েছে হজযাত্রার ব্যয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চলতি বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, সৌদি সরকারের ট্যাক্স, বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, কোরবানির পশুর দামসহ অন্যান্য খরচ বাড়ায় এবার হজ প্যাকেজের খরচ বেড়েছে। বিমান ভাড়া দশ হাজার টাকার বেশী কমিয়েও খরচ কমানো যায়নি।
এবার হজে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ২০ হাজার আর সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-এক এ খরচ হবে চার লাখ ১৮ হাজার ৫০০ হাজার টাকা, যা গতবার ছিলো তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। অর্থাৎ খরচ বাড়লো ২০ হাজার ৫৭১ টাকা। আর প্যাকেজ-দুই এ খরচ হবে তিন লাখ ৪৪ হাজার টাকা, যা গতবার ছিলো তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এক্ষেত্রে খরচ বেড়েছে ১২ হাজার ৬৪১ টাকা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার হজে যেতে আর্থিক ও শারীরিক সামর্থ্যরে পাশাপাশি মানসিকভাবে সুস্থ্য থাকার সার্টিফিকেটও লাগবে। এছাড়া, যারা হজে যেতে চাইছেন তাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্র“য়ারী পর্যন্ত থাকতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানালেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রার ব্যয় তিন লাখ ৪৪ হাজার টাকার কম হতে পারবেনা।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: গণশুনানীর নামে ঐক্যফ্রন্ট কোন বিশৃঙ্খলা করলে পুলিশ ব্যবস্থা নিবে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার...
নিজস্ব প্রতিবেদক: যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে শহীদ মিনার এলাকাতেই র্যাব, সোয়াট পুলিশসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৬ হাজার প্রশিক্ষিত...
নিজস্ব প্রতিবেদক: নতুন তিনটি ব্যাংকের অনুমোদন ব্যাংক লুটের পথকে আরো প্রসারিত করবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...
নোয়াখালি প্রতিনিধি: নোয়াখালী শহরের রাজগঞ্জ সড়কের একটি পরিত্যক্ত জায়গা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে...
নিজস্ব প্রতিবেদক: প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে বিদ্যমান আইনের প্রয়োগসহ প্রয়োজনে প্রার্থীতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
নিজস্ব প্রতিবেদক: অন্যান্য নির্বাচনের মতো এবারের উপজেলা পরিষদ নির্বাচনও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন প্রধান...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *