সংরক্ষিত আসনে ৪৯টি মনোনয়নের সবগুলোই বৈধ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জমা পড়া ৪৯টি মনোনয়নের সবগুলোই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার সকালে, নির্বাচন কমিশন ভবনে জমা পড়া মনোনয়ন পত্র গুলো যাচাই বাছাই করা হয়। এসময় ছোটখাট ভুলত্রুটি এড়িয়ে যাওয়া হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। আসনের চেয়ে বেশি প্রার্থী না থাকায় ১৭ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের জন্য কমিশনের কাছে তালিকা পাঠানো হবে বলেও জানান রিটার্নিং তিনি।
এর আগে সোমবার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন । আসন বণ্টন অনুযায়ী আওয়ামী লীগ ৪৩ টি, জাতীয় পার্টি ৪ টি, ওয়ার্কার্স পার্টি ১ টি, স্বতন্ত্র ১ টি ও বিএনপি ১ টি আসন পাবে।
বিএনপি ছাড়া বাকি ৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বুধবার সকালে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের অংশগ্রহণ প্রয়োজন।
পরে, মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর ৪৯ জন প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। অনেক প্রার্থীর ছোট ভুলত্রুটি বাছাইয়ের সময় সমাধান করা হয় বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে একাধিক প্রার্থী না থাকায় ১৭ ফেব্র“য়ারি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য কমিশনে চিঠি দেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
নিজস্ব প্রতিবেদক: নতুন তিনটি ব্যাংকের অনুমোদন ব্যাংক লুটের পথকে আরো প্রসারিত করবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য প্রায় দুই সপ্তাহ সিঙ্গাপুরে...
নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল...
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াত একে অপরের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল...
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি...
নিজস্ব প্রতিবেদক: আগামী উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদি...
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *