আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মোহাম্মাদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় জাতিসংঘে ভারতের উত্থাপিত প্রস্তাবে চীনের আপত্তি মোদির কুটনৈতিক পরাজয়, বলছে কংগ্রেস। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি বললো, নেহরুর কারণেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন জায়গা পেয়েছে। যার ফল এখনো ভোগ করছে ভারত। এদিকে, লোকসভা নির্বাচন সামনে রেখে ভারতে চলছে রাজনৈতিক নেতাদের দলবদল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা টম ভড্ডকান ও পশ্চিমঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং যোগ দিলেন বিজেপিতে।
পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মোহাম্মাদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে অ্যাখ্যায়িত করতে বুধবার জাতিসংঘে তোলা ভারতের প্রস্তাব আটকে দিয়েছে চীন। বেইজিংয়ের এই আপত্তিতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি টুইট বার্তায় বলেছেন, চীনের প্রেসিডেন্টকে ভয় পান মোদি। দুর্বল প্রধানমন্ত্রীর কারণেই ভারতের এই কুটনৈতিক পরাজয়। কেরালায় এক অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি আরো বলেন, মোদির মতো ভোটারদের মিথ্যা প্রতিশ্র“তি দেন না তিনি।
এদিকে, রাহুলের টুইটের জবাবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সহায়তায় চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেয়েছিল। যার ফল এখনো ভুগতে হচ্ছে ভারতকে। চীনের ভূমিকায় গোটা ভারত কষ্ট পেলেও রাহুল গান্ধি উচ্ছ¡সিত বলেও সমালোচনা করেন বিজেপির এই নেতা।
এদিকে, লোকসভা নির্বাচনের আগে নেতাদের দল বদলের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেসের হেভিওয়েট নেতা টম ভড্ডকান জানান, পুলওয়ামা হামলা নিয়ে কংগ্রেসের ভূমিকায় মর্মাহত হয়ে তিনি দল ছেড়েছেন। এদিকে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের চারবারের বিধায়ক তৃণমূল নেতা অর্জুন সিং যোগ দিয়েছেন বিজেপিতে।
আন্তর্জাতিক ডেস্ক: সদ্যবিদায়ী...
বিস্তারিতঅনলাইডন ডেস্ক: হোয়াইট হাউস ছেড়ে...
বিস্তারিতআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন