নিজস্ব প্রতিবেদক: পুলিশের ডিআইজি মিজানুর রহমানের কাছে তথ্য ফাঁসের দায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাথে ফোনালাপের বিষয়টি দুদক খতিয়ে দেখছে বলে জানালেন দুদক চেয়রাম্যান ইকবাল মাহমুদ।
আগামী ১ জুলাই ফোনালাপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজান(বরখাস্ত), খন্দকার এনামুল বাছির (বরখাস্ত)এবং এটিএন নিউজের প্রতিবেদক আরিফ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করেছেন তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লা।
আর রোববার (২৩ জুন)ফাঁস হওয়ায় ডিআইজি মিজান এবং দুদক চেয়রাম্যান ইকবাল মাহমুদের ঘনিষ্ট যুক্তরাজ্য প্রবাসী দায়াছের নামে জনৈক ব্যাক্তির ফোনালাপ এবং ঘুষ লেনদেনের বিষয়টিও তদন্তে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
এ সময় ইকবাল মাহমুদ বলেন, ‘ফাঁস হওয়া ফোনালাপে তার নাম ওঠায় দুদক বিব্রত নয় এমনকি ভাবমূর্তির সংকটে নেই।’
দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছে। টিমের অপর সদস্য হলেন- দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সালাহউদ্দিন আহমেদ।
নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংকের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন