স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। চেস্টার লি স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার জনি বেরিস্টোর সেঞ্চুরিতে আট উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন জনি বেরিস্টো।
বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। দাপুটে এক জয়েই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করলো ইংলিশরা।
চেস্টার লি স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ১২৩ রান যোগ করে ইংলিশদের দুর্দান্ত সূচনা এনে দেন জেসন রয় ও জনি বেরিস্টো। রয় হাফ সেঞ্চুরি করে আউট হলেও টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ব্যারিস্টো। দলীয় ২শ’ ৬ রানে ব্যারিস্টোর উইকেট তুলে নিয়ে কিউইদের ম্যাচে ফিরিয়ে আনেন ম্যাট হেনরি। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ইংলিশদের ব্যাটিং লাইনে ধস নামায় নিউজিল্যান্ডের বোলররা। তবে ইয়োন মরগান ৪২ রানের ইনিংস খেললে আট উইকেটে ৩০৫ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড।
৩০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। এরপর কেইন উইলিয়ামসন ও রস টেইলরের উইকেট হারালে দলটির স্কোর দাঁড়ায় চার উইকেটে ৬৯ রান। কলিন ডি গ্র্যান্ডহোম ও জিমি নিশাম ফিরে গেলে চরম বিপর্যয়ে পড়ে কিউইরা। টম ল্যাথাম ৫৭ রানের ইনিংস খেললেও পাঁচ ওভার বাকি থাকতে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ই্যংলান্ডের পক্ষে তিন উইকেট শিকার করেন মার্ক উড।
ক্রীড়া ডেস্ক: মিরপুরের শেরে বাংলা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন