নিজস্ব প্রতিবেদন: মশা নিধনে অকার্যকর ওষুধ আমদানি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে ঢাকার দুই সিটি করপোরেশন কী কী ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী ২০ আগস্টের মধ্যে এই বিষয়ে আদালতকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানিতে বুধবার (১৭ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।
এ সময় দুই সিটি করপোরেশন নিয়ে আদালত বলেন, ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে, মানুষ মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ অসুস্থ। কিন্তু মেয়র বলছে কিছুই হয়নি। উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট আরো বলেন, ডেঙ্গুতে মানুষ মারা গেলে সবারই খারাপ লাগে; কিন্তু দুর্নীতিবাজদের খারাপ লাগে না, কারণ তাদের সন্তানরা দেশের বাইরে থাকে।
নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগে খালেদা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: জিয়া দাতব্য সংস্থা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন