নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১৯ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া রোগীর নাম আওলাদ হোসেন (৩২)। বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবার নাম তোফাজ্জল হোসেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে আওলাদকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
আওলাদ হোসেনের মামা আক্তার হোসেন বলেন, ৩/৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন আওলাদ। গতকাল শরীর খুব খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মারা যাওয়া অপরজনের পরিচয় জানা যায়নি।
গতকাল মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন