নিজস্ব প্রতিবেদক: আজ (১০ আগস্ট) রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মূহুর্তের কেনাবেচা। হাটে বেড়েছে ক্রেতার উপস্থিতি। দরদাম, যাচাই-বাছাই করে পছন্দের পশু কিনছেন তারা।
হাটে প্রচুর কোরবানির পশু থাকলেও বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা এমন অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা জানালেন, কাঙ্খিত দাম না পেয়েই বিক্রি করতে হচ্ছে পশু।
আর একদিন বাদেই ঈদুল আজহা। রাজধানীর কোরবানীর পশুর হাটগুলোতে জমে উঠছে শেষ সময়ের কেনাবেচা। হাটগুলোতে পর্যাপ্ত যোগান আছে কোরবানীর পশুর।
শনিবার সকাল থেকেই উত্তরার বিভিন্ন হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম বেশি বড় গরুর। তাই ৮০ হাজার থেকে দেড়লাখ টাকার মধ্যে মাঝারি গরুর চাহিদাই বেশি ক্রেতাদের কাছে। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।
বিক্রেতাদের দাবি কাঙ্খিত মূল্য না পেলেও পশু বিক্রি করছেন তারা। আরো একদিন সময় থাকায় ঢাকায় নিয়ে আসা সব গরু বিক্রি করতে পারবেন বলে আশা বিক্রেতাদের।
হাটগুলোতে ছাগলের দাম শুক্রবারের চেয়ে কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারাও বললেন, ছাগল স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন