আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের আরোপিত বিধিনিষেধে কার্যত অবরুদ্ধ হয়ে পড়া কাশ্মীরের শ্রীনগরসহ অন্যান্য এলাকার বড় মসজিদগুলোতে ঈদের নামাজের অনুমতি দেয়া হয়নি। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ঈদের প্রস্তুতি উপলক্ষে রোববার কয়েকজন ইমামের সাথে বৈঠক করেন শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট শহীদ চৌধুরী। বৈঠকের পর জামে মসজিদগুলোতে ঈদের নামাজের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। বড় ধরণের মিছিল ঠেকাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এছাড়া, কয়েকটি জেলায় ১৪৪ ধারা ও কারফিউ শিথিল করা হলেও ঈদের আগে তা পুনর্বহাল করা হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন