নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, কোরবানীর মর্ম উপলব্ধি করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় সকলকে ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। সকালে, বঙ্গভবনে কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন রাষ্ট্রপতি।
ডেঙ্গুর ভয়াবহতা স্মরণ করে আব্দুল হামিদ বলেন, কোরবানীর পশুর বর্জ্য যত্রতত্র ফেলে রাখলে মশার উপদ্রব আরো বাড়তে পারে। এজন্য সবাইকে সচেতণ হওয়ার পরমার্শ দেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহবানও জানান রাষ্ট্রপতি।
একই সাথে কোরবানীর শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত করার তাগিদ দেন আব্দুল হামিদ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন