সারাদেশ ডেস্ক : ঈদের মাঝেও আনন্দ নেই বাসভাসিদের মধ্যে। দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের উত্তরাঞ্চলের অনেক স্থানেই কোনরকমে কাটছে ঈদের দিন। কোরবানী তাদের কাছে স্বপ্নের মতো। অনেকের ঘরেই নেই খাবারের সংস্থান।
সারাদেশে সবার ঘরে যখন ঈদের আনন্দ, তখন বিবর্ণ দিন কাটছে উত্তরাঞ্চলের বানভাসি মানুষের। কোরবানি তো দূরের কথা, দু’ বেলা খাবারই জুটছে না ঠিকমতো।
বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে তিস্তা পাড়ের লাইজু বেগমের। স্বামী দিনমজুর আফিয়ার রহমানও কর্মহীন কয়েকমাস ধরে। তাই বিবর্ণ ঈদ কাটছে তাদের।
তাদের মতোই লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ১০৮টি গ্রামের দেড় লাখেরও বেশি বানভাসি মানুষ এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত।
একই চিত্র গাইবান্ধাতেও। প্রতি বছর পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও এবার বন্যায় সব হারিয়ে নিরানন্দ উৎসব কাটছে অনেকের। খোলা আকাশের নিচে কিংবা ঝুপড়ি ঘরে না খেয়ে কাটছে ঈদের দিন।
বন্যার পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির ধকল এখনো কাটিয়ে উঠতে না পারায় উত্তরাঞ্চলের বানভাসি আরো অনেক এলাকাতেই এবার মলিন ঈদ উৎসব।
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসায় অবহেলায়...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন