নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জন্য শোকাবহ মাস আগস্ট। স্বাধীনতার জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের কিংবদন্তী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। স্বাধীন বাঙালী জাতির জনককে স্মরণ মানেই যেন শুধু তাঁর দীর্ঘ ত্যাগী রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব আর দেশ গড়ার স্বপ্নের আলোচনা। সেসবের পাশাপাশি বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা এবার বৈশাখী টেলিভিশনকে ব্যক্তি শেখ মুজিব নিয়েও তাদের স্মৃতির কথা বলেছেন।
রাজনীতি বঙ্গবন্ধুকে আইন ও বিচারঙ্গন চিনিয়েছে। দফায় দফায় গ্রেপ্তার ও কারাবাস তাঁর গোটা রাজনৈতিক জীবন জুড়ে। শেষ করতে না পারলেও আইনের ছাত্রও হয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের মতে বঙ্গবন্ধু আইন নিয়ে পড়া শেষ করতে না পারলেও এ অঙ্গনের লোকদের পছন্দ করতেন। এমনতি তার আগরতলা ষড়যন্ত্র মামলার কৌশুলিও ছিলেন কামাল হোসেন।
আইনঙ্গনের বিশিষ্টজনদের মতে, বঙ্গবন্ধু আইনজ্ঞ ছিলেন না, কিন্তু বিচারকদের প্রতি ছিলো অগাধ শ্রদ্ধা। আইনজীবীদের নিয়ে গভীর চিন্তা ছিলো।
স্বাধীনতার পর দেশের সর্বোচ্চ আইন সংবিধান দ্রুত রচনা করা ছিল বঙ্গবন্ধুর বড় কাজ। তিনি রাজনীতিটো খুব পরিষ্কার দেখতে পেতেন বলেই যা পরিকল্পনা করেছিলেন তা করতে পেরেছিলেন। আইন ও বিচারের জগতে যারা জাতির জনকের সান্নিধ্য পেয়েছে তাদের কাছে সেসব উজ্জ্বল স্মৃতি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন