ডেস্ক প্রতিবেদন : সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে আরো পাঁচ জন আহত হয়। সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের কামারপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘কেকে’ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী মারা যান। পরে বাসটিও খাদে পড়ে যায়।
ষোলমাইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে আরো এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ৫ বাসযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন