নিজস্ব প্রতিবেদক: টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, সমাধি কমপ্লেক্সে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যসহ আওয়ামী লীগের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করবে সরকার।
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে দলের পক্ষ থেকেও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর সমাধিতে।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জাতির পিতাকে হত্যাকারীদের বিচারের পাশাপাশি খুনের সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করতে কমিশন গঠন করবে সরকার।
পরে, বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোলাম মোর্শেদ: এবার এক বিশেষ সময়ের...
বিস্তারিতসাভার সংবাদদাতা: জাহাঙ্গীরনগর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন