নিজস্ব প্রতিবেদক: প্রধামন্ত্রীর ঘোষণার পর মহাসড়কে টোল আদায়ে কাজ শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গত ৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দেন। টোল থেকে যে টাকা আসবে তা দিয়ে সারাবছর মহাসড়কগুলোর রক্ষণাবেক্ষন এবং মেরামতের কাজ করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কোন রাস্তায় এবং কোন গাড়িতে কত টোল ধার্য হবে সবকিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ঠিক করা হবে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।
তিনি আরো জানান, পৃথিবীর সব দেশেই মহাসড়কে টোল আদায় করা হয়। এই সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না।
এসময় ছাত্রলীগের কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই কমিটি গঠন করেছেন। ভেঙ্গে দেয়ার প্রয়োজন হলে তিনি নিজেই করবেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন