পটুুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ২৪৪টি অসহায় পরিবারকে দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণ করে দিয়েছে সরকার। এমন উদ্যোগে খুশি গৃহহীন অসহায় পরিবারগুলো। শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বাড়িগুলো উদ্বোধন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
২০৪১ সালের মধ্যে প্রতিটি মানুষের জন্য থাকবে নিরাপদ আবাস, সরকারের এমন উদ্যোগের ধারবাহিকতায় পটুুয়াখালী জেলায় ২৪৪টি অসহায় গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট আধাঁপাকা ঘরে পাশাপাশি রয়েছে রান্নাঘর ও টয়লেট। প্রতিটি ঘরের জন্য সরকারের ব্যয় হয়েছে ২ লাখ আটান্ন হাজার ৫শ’ ৩৩ টাকা। প্রকৃত গৃহহীন ও অসহায় পরিবারই এসব ঘরের বরাদ্দ পেয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা।
সুবিধাভোগীরা জানান, ঘর পেয়ে খুশি গৃহহীন অসহায় পরিবারগুলো। সরকারের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান তারা।
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হওয়ায় গুরুত্ব দিয়ে ঘরের নির্মাণকাজ শেষ করা হয়েছে বলে জানান তিনি।
জেলার প্রকৃত ভূমিহীনদের জন্য জমির ব্যবস্থা, গৃহহীনদের ঘর নির্মাণসহ অসহায় ও পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন