যশোর প্রতিনিধি: যশোরে বাস চাপায় শিশুসহ এক মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইফাত আরা তৈয়েবা (৯)ও তরিকুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে যশোর থেকে একটি বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি মল্লিকপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তরিকুল ইসলামের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ইফাত আরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই ইফাতের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টিটু কুমার নাথ জানান, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ‘ঘটনাটি হাইওয়ে ফাঁড়ি পুলিশ দেখছে। বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করে পুলিশ।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন