সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে একটি বিয়েতে যাওয়ার পথে কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। মরদেহ উদ্ধার করা চার শিশু হলো উপজেলার রফিনগরের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম ও বদরুল মিয়ার ছেলে আবির, নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরোজের ছেলে।
তবে আজ ভোরে উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় এখনও পাওয়া যায়নি। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন