নড়াইল প্রতিনিধি: অনুকূল আবহাওয়ায় নড়াইলে এবার পানের উৎপাদন ভালো হয়েছে। জেলায় ৪৭০ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। এসব বরজে মিষ্টি ও ঝাল দুই রকমের পানেরই চাষ হয়। আশানুরূপ দাম পেয়ে লাভবান হচ্ছে কৃষক।
চাষীরা জানান, অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় নড়াইলে বাড়ছে পান চাষ। তবে পান চাষের জন্য প্রয়োজনীয় খৈল,সার ও অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি এবং ভারতীয় পান বাংলাদেশের বাজারে ঢুকলে ক্ষতি হবে বলে জানান তারাা।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক চিন্ময় রায় জানান, পান চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। নড়াইলের পানের মান ভাল থাকায় দেশের বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে বলেও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন