ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিক ভারত।
রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের প্রথমভাগেই ভারত ইনিংস ও ২শ’ ২ রানের ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। তৃতীয় দিনেই ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলো। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১শ’ ৩২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। অভিষিক্ত স্পিনার শাহবাজ নাদিম ২ উইকেট নিয়ে ভারতকে বিশাল জয় এনে দেন।
সফরকারী দলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১শ’ ৩৩ রানে। ৯ উইকেটে ৪শ ৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১শ ৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। রোহিত শর্মা ম্যাচ ও সিরিজ সেরা হন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন