নিজস্ব প্রতিবেদক: আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ঠিকাদার জি কে শামীমকে আজ জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে রমনা থানায় নেয়া হয়েছে।
এর আগে আজ (রোববার) দুপুর ২টায় জি কে শামীমকে কেরানিগঞ্জ কারাগার থেকে সেগুনবাগিচার কার্যালয়ে আনা হয়। দুদকের উপ-পরিচালক ও মামলার বাদি সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর আদালত দুদকের মামলায় জিকে শামীমকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়।
তাসলিমুল আলম: সরকারি-বেসরকারি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন