নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলী জমির, এর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে শীতকালিন সবজি এবং আমন ধানের। এছাড়া সরিষা, খেসারী, মসুর এবং পান।
আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ জেলার সংখ্যা ১৬টি, উপজেলা ১০৩টি। জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট,সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষীপুর। আক্রান্ত ফসলী জমির পরিমাণ প্রায় তিন লাখ হেক্টর। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ২ শ ৬৩ কোটি ৫ লাখ টাকা। আক্রান্ত কৃষকের সংখ্যা ৫০ হাজার ৫০০ জন। ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে ৭২ হাজার ২শ ১২ মেট্রিন টন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন