অনলাইন ডেস্ক: রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর বাস তুলে দেয়ায় আহত সেই নারী কানিজ ফাতেমা মারা গেছেন। আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি।
এর আগে সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কানিজ ফাতেমার বাবার নাম আবুল ইসলাম। স্বামীর নাম শফিকুল ইসলাম। তিনি শিক্ষকতা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আল মক্কা পরিবহনের একটি বাসে করে শান্তিনগর মোড়ে আসেন কানিজ ফাতেমা। নামার সময় চালক আচমকা বাসটি টান দিলে ফাতেমা রাস্তায় পড়ে গেলে ওই বাসের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী ও স্থানীয় লোকজন। পরে কর্মরত চিকিৎসক তাকে শত চেষ্টাতেও বাঁচাতে পারলেন না।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন