ক্রীড়া ডেস্ক: ইন্দোরে কাল প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে।
আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী আগামী দুই বছর প্রতিটি টেস্ট খেলুড়ে দল একে অপরের সাথে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে, যা টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসেবে গণ্য হবে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দেবেন মুমিনুল হক।
টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে নতুন উদ্যোমে শুরু করাই লক্ষ্য টিম বাংলাদেশের।
পিচের চরিত্র বুঝে দলের একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
অন্যদিকে, টেস্টেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ভারত। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন