ক্রীড়া ডেস্ক: ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যায় পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক।
খেলার শুরুতেই বাংলাদেশ দল হারায় দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামকে। এর পর কিছুটা প্রতিরোধ গড়তে থাকে মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ১৮ ওভারের শেষ বলে মিঠুনকে ফেরান সামি। প্রাথমিক বিপর্যয় কাটাতে পারলেও শঙ্কা শেষ হয়ে যায়নি। কারণ, দলীয় ৯৯ রানের মাথায় ৪র্থ উইকেট হিসেবে সাজঘরে ফিরলেন অধিনায়ক মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে যান তিনি।
উইকেটে যথেষ্ট ঘাস আছে, রয়েছে আর্দ্রতাও। সেটা কাজে লাগিয়ে সর্পিল সুইং আদায় করে নিচ্ছেন ভারতীয় পেসার উমেশ যাদব। আর ছন্দময় বোলিং করছেন ইশান্ত শর্মা। দেখেশুনে খেলতে থাকা ইমরুল কায়েস দলীয় ষষ্ঠ ওভারের শেষ বলে উমেষ যাদবের শিকার হন। বল খোঁচা দিতে গিয়ে স্লিপে থাকা আজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হন। ১৮ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। পরের ওভারের শেষ বলে ইশান্ত শর্মার গতির কাছে হার মানের আরেক ওপেনার শাদমান ইসলাম। তিনি ২৪ বলে ৬ রান করেন।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন