জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের ভাদশা ইউনিয়নে শসা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় এই এলাকায় ব্যাপক হারে শসা চাষ হচ্ছে। আর শসা বাজারজাত করতে স্থানীয়ভাবে গড়ে উঠেছে বিরাট হাট। প্রতিদিন এ হাট থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে শসা।
জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের গোপালপুর, হরিপুর, তোপাড়াসহ কয়েকটি গ্রামে মাঠের পর মাঠ জুড়ে মাচায় ঝুলছে সারি সারি শসা। ব্যাপক হারে শসার ফলন হওয়ায় হাসি ফুটেছে এলাকার চাষীদের মুখে। অর্থনৈতিক ভাবে লাভবানও হচ্ছেন তারা।
এ বছর এসব এলাকার ৩শ’ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। প্রতি বিঘায় ১০ থেকে ২০ হাজার টাকা খরচ করে চাষীরা লাভ করেছেন ৪০ থেকে ৮০ হাজার টাকা। তবে, কৃষি বিভাগের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে তাদের।
এখানে উৎপাদিত শসা বাজারজাত করতে স্থানীয় ভাবে গড়ে উঠেছে হাট। এ হাট থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে শসা পাঠানো হচ্ছে।
এদিকে, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরেন্দ্র নাথ রায় জানান, শসা চাষে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় শসা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলেও মনে করে এই কর্মকর্তা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন