আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন তদন্তের প্রথম প্রকাশ্য শুনানি শুরু হয়েছে। কয়েক সপ্তাহের রুদ্ধদার প্রক্রিয়ার পর স্থানীয় সময় বুধবার সকালে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের কার্যালয় ক্যাপিটাল হিলে প্রকাশ্য এই শুনানি শুরু হয়।
ডেমোক্র্যাটদের সভাপতি অ্যাডাম শিফ ও রিপাবলিকান সভাপতি ডেভিন নুন্সের নেতৃত্বে এই শুনানি পরিচালিত হচ্ছে। আগামী শুক্রবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
২০২০ সালের নির্বাচনের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন