নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩০ বছর আগে রাজধানীর সিদ্ধেশরীতে সংঘটিত সগিরা মোর্শেদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই সদরদপ্তরে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার এ কথা জানান।
পারিবারিক বিরোধের জের ধরে খুন হন সগিরা মোর্শেদ। তাঁর ভাসুর ও ভাবি মিলে সগিরাকে হত্যার পরিকল্পনা করে। ২৫ হাজার টাকার বিনিময়ে তারা ভাড়া করে পেশাদার খুনিদের। এ ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে পিবিআই।
এরইমধ্যে গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছেন পিবিআই প্রধান।
১৯৮৯ সালের ২৫ জুলাই, ভিকারুন্নিসা স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে খুন হন সগিরা। তখন ঘটনাটি ছিনতাইকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
আদালতের স্থগিতাদেশে ২৮ বছর ধরে আটকে থাকা এই মামলা গত ২৬ জুন উচ্চ আদালতের রায়ে পুনরায় জীবন পায়। ৬০ দিনের মধ্যে মামলার অধিকতর তদন্ত শেষ করতে পিবিআইকে নির্দেশ দেয়া হয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন