নিজস্ব সংবাদদাতা: নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন রুটে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিকরা। দাবি আদায়ে সকাল থেকে খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এছাড়া, রোববার সন্ধ্যা থেকেই যশোরের ১৮টি এবং নড়াইলের অভ্যন্তরীণ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। সরকারের বিভিন্ন দপ্তরে বারবার অনুরোধ করার পরও আইনটি সংশোধন ছাড়াই কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
সোমবার সকাল থেকে খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। এদিকে, রোববার সন্ধ্যা থেকেই যশোরের ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নতুন আইনের অনেক ধারার ব্যাপারেই শ্রমিকদের আপত্তি রয়েছে, যা সংশোধন জরুরি বলে জানান যশোর জেলা পরিবহন সংস্থা ও শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক।
একই দাবিতে ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল, টাঙ্গাইল ও হিলির অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। তবে দুরপাল্লার বাস-ট্রাক চলছে।
এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ভৈরব সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন