নিজস্ব প্রতিবেদক: স্পেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে পহেলা ডিসেম্বর তিনদিনের সফরে স্পেনের রাজধানী মাদ্রিদ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এম এ আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ তথ্য জনান।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সফরকালে স্পেনের রাষ্ট্রপতি এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে না, মিয়ানমারের এমন অভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সার্বিকভাবে প্রস্তুত। মিয়ানমার চাইলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন