অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে বাংলাদেশি শিল্পী জিহান ওয়াজেদের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী। নিউ ইয়র্কের লোয়ার ইস্ট ম্যানহাটানের এবিএক্সওয়াই গ্যালারিতে ‘রিয়েলিটি শো’ নামে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ প্রদর্শনী শুরু হয়।
তার প্রদর্শনীর শিল্পকর্মের মধ্যে রয়েছে বাস্তবভিত্তিক চিত্র, রোবট ও নতুন ধাঁচের সৃজনশীল মাধ্যম। দাবানল, প্রাচীর, ওষুধ, বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণি ইত্যাদি বিষয়ও স্থান পেয়েছে।
জিহান ওয়াজেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্কের স্টাইভ্যাসেন্ট হাই স্কুল ও বারুখ কলেজে। এবং একটি স্কুলে আর্ট বিভাগে শিক্ষকতাও করছেন।
এদিকে, দর্শনীতে জিহানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হচ্ছে যার নাম স্ক্রিন গ্র্যাব।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন