চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে আরো এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জিহান সরওয়ার প্রিয় নামে ঐ শিশুর বাবা-মা অভিযোগ করেন, হাসপাতাল ব্যবস্থাপনায় উদাসীনতা ও নার্সের ভুলেই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযোগ তদন্তে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে, চিকিৎসায় কোন ভুল ছিলো না বলে দাবি করেছেন ম্যাক্স হাপপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
গত ২১ নভেম্বর মাত্র ১ বছর ২৪ দিন বয়সে জীবন প্রদীপ নিভে যায় নিষ্পাপ শিশু জিহান সরওয়ার প্রিয়’র।
প্রিয়’র মা জানান, ১৭ নভেম্বর শিশু প্রিয় অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। মেনিনজাইটিস ধরা পড়ে তার। চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠতেও শুরু করে। কিন্তু ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে প্রিয়কে নার্স ইঞ্জেকশন দেয়ার পরপরই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
প্রিয়’র বাবা বলছেন, হাসপাতালের এনআইসিইউর মত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি দক্ষ নার্স রাখা জরুরী হলেও, ম্যাক্স হাসপাতালে তা ছিলো না। সন্তানের মৃত্যুর জন্য নার্সের অদক্ষতাকেই দায়ি করলেন তিনি।
তবে, এসব অভিযোগ মানতে নারাজ ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান বলেন, যথাযথ চিকিৎসাই দেয়া হয়েছে, নার্সের কোন ভুল ছিলো না।
এদিকে, মৃত্যুর সঠিক কারণ জানতে ও ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে তদন্ত করার জন্য চট্টগ্রামের সিভিল সার্জন বরাবর আবেদন করেছেন প্রয়াত শিশুটির পরিবার। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানালেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। শিগগিরি তদন্তের কাজ শুরু হবে।
কয়েক বছর ধরেই বন্দরনগরীর এই ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা দেয়ার নানা অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের ২৯ জুন ম্যাক্স হাসপাতালেই ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যু হয়।
চট্টগ্রাম সংবাদদাতা: লৌহজাত বর্জ্য...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন