অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের জন্য দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া সরকার নির্ধারিত ফি দিয়ে যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে।
আজ (শনিবার) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
‘যানবাহনের ফিটনেস বিষয়ক জরুরি বার্তা’ শিরোনামে সংবাদ বিজ্ঞপত্তিতে বলা হয়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা শেষ হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’
করোন ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ১০ দিনের সাধারণ ছুটিতে সারাদেশ। এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর রয়েছে সেনা ও বিভিন্ন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন