নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) হটলাইন, ই–মেইল ও ফেসবুক পেজ চালু করেছে। করোনাভাইরাস সম্পর্কে হটলাইনে কল করার ক্ষেত্রে বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক ও রবি তাদের কল টোল ফ্রি করে দিয়েছে।
করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে হটলাইন ও ই–মেইল, ফেসবুক আইডি দেয়া হল:
ঘরে বসে চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন-
স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টার (স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ এবং ৩৩৩)।
আইইডিসিআর হটলাইন নম্বর: ০১৯৪৪৩৩৩২২২ এবং ১০৬৫৫।
এ ছাড়া ই–মেইল ঠিকানা- iedcrcovid19@gmail.com
এছাড়া আইইডিসিআরের ফেসবুক পেজে যোগাযোগ করুন -Iedcr,COVID19 Control Room
ওয়েব সাইট: iedcr.gov.bd
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন