অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত একদিনে নতুন করে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৫৬৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১। দেশটিতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় অনেকটা যুক্তরাষ্ট্রের পথেই হাটছে দেশটি। এদিকে, দেশটির সরকার আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে রোগিদের সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা।
বর্তমানে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষ দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৪ হাজারেরও বেশি। বিশ্বের ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।
অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৮০ হাজার ৯৬৬ জন।
আন্তর্জাতিক ডেস্ক: সদ্যবিদায়ী...
বিস্তারিতঅনলাইডন ডেস্ক: হোয়াইট হাউস ছেড়ে...
বিস্তারিতআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন